Jokes

Wednesday, May 13, 2020

সেরা জোকস--পর্বঃ১



বল্টুর একটি মেয়েকে পছন্দ হয়েছে
,
তাই তাকে প্রপোজ করার জন্য রাস্তায়
একটি লাক্স সাবান নিয়ে দাঁড়িয়ে আছে...
(একটু পর মেয়েটি আসলো)...
বল্টু:-- এক্সকিউজ মি..
মেয়ে:- হুম বলেন।
বল্টু:-আমি আপনাকে ভালোবাসি আই লাভ
ইউ(সাবানটা সামনে বাড়িয়ে দিয়ে)
মেয়ে:- ভালোবাসেন ভালো কথা,, সাবান
কেন? ফুল কোথায়?
বল্টু:- তুমি কি ভেবেছ আমি তোমাকে একটু
ভালোবাসি??
না,, আমি তোমাকে অনেক অনেক
ভালোবাসি তাই তো তোমাকে হাজার ফুল
দিয়ে প্রপোজ করলাম।
মেয়ে :- কি এখানে তুমি হাজার ফুল পেলে
কোথায়??
বল্টু :- কেন তুমি জানো না লাক্স সাবানে
রয়েছে হাজার ফুলের সৌরব...
তাই তো তোমাকে লাক্স সাবান দিয়ে
প্রপোজ করলাম.।
মেয়ে বেহুশ😂😂😂
তারপর বল্টু পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরালো.মেয়েটি বল্টুকে তার বাসায় নিমন্তন দিলো.বল্টু গেলো নিমন্তন্য খেতে.
মেয়ে:ভিমবার দিয়ে সরবত বানিয়ে বল্টুকে দিলো.
বল্টু:কি বেপার ভিমবার দিয়ে সরবত দিলে কেন.
মেয়ে:কেন আপনি জানেন না ভিমবারে থাকে হাজার লেবুর সৌরভ.
বল্টু উল্টে বেহুস হয়ে গেল😂😂

Saturday, May 9, 2020

সেরা জোকস👉বসের কাছ থেকে ছুটি নেওয়ার সহজ কৌশল


#জোকস
#বসের কাছ থেকে ছুটি নেওয়ার সহজ কৌশল
অপু এবং নাছের দুই বন্ধু একই অফিসে চাকরি করে। 
অপু: দোস্ত, কত দিন ধরে ছুটি পাই না। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। কিন্তু বস তো কিছুতেই ছুটি দেবেন না।
 নাছের: হুমম্। আমিও হাঁপিয়ে উঠেছি। কিন্তু আমি বসের কাছ থেকে ছুটি নিতে পারব, দেখবি? বলেই নাছের টেবিলের ওপর উঠে দাঁড়াল এবং ছাদ থেকে বেরিয়ে আসা একটা রড ধরে ঝুলতে শুরু করল। কিছুক্ষণ পর বস এলেন।
 বস: এ কী নাছের! তুমি ঝুলে আছ কেন? নাছের খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, ‘স্যার আমি লাইট, তাই ঝুলে আছি।'
 বস ভ্রূ কুঁচকে তাকালেন। কিছুক্ষণ ভেবে বললেন, ‘অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিচ্ছে। তুমি বরং এক সপ্তাহের ছুটি নাও।'
 নাছের অপুর দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বিদায় নিল। 
অপু চেয়ে চেয়ে দেখল।
 নাছের বেরিয়ে যেতেই সেও নাছেরের পিছু নিল।
 বস: সে কী! ছুটি তো ওকে দিয়েছি! তুমি কোথায় যাচ্ছ?
 অপু: কী আশ্চর্য! লাইট ছাড়া কাজ করব কী করে?!

#জোকস
#শশুরের কাছ থেকে বাথরুম যৌতুক

মেয়ে :- তুমি বিয়ের সময় আমার বাবার কাছ থেকে কি কি যৌতুক নেবে?
,
,
,
,
ছেলে:- বেশি কিছু না, বাথরুম বানানোর জন্য ৩০০০০ টাকা!
,
,
,
মেয়ে:- কি? বাথরুম বানানোর জন্য?
,
,
,
,
,
,
ছেলে:- হ্যা, বিয়ের পর যখন ঝগড়া করবে, তখন তুমি বলবে- আমার বাবা বিয়েতে ৩০০০০ টাকা দিয়েছে ভুলে গেছ নাকি। তখন আমি আমি বাথরুমে গিয়ে বলব, তোমার বাবার টাকায় আমি ইইইয়ে করি।।।

#জোকস
#পচা ডিমের দাওয়াত
মালিকঃ আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিলো,
সেগুলো কে কিনলো??
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ গত বছরের পাঁচ কেজি আটা?
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ আর ঐ মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো?
কর্মচারীঃ লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন।
এমন সময় মালিকের মুখ কালো হয়ে গেল।কপাল
দিয়ে ঘাম ছুটতে লাগলো।
কর্মচারী ভয় পেয়ে জিজ্ঞাস করল-
হুজুর আপনার কি শরীর খারাপ লাগছে?
মালিকঃ না, লিয়াকত সাহেবের বাসায় আজ
আমার সপরিবারে দাওয়াত আছে।

Friday, May 8, 2020

Jokes🤷‍♀Gender relations in Bengali culture

Jokes: Gender relations in Bengali culture

 eworldjokes.blogspot.com


 Montu's father is upset.  A very dear friend has cheated.  Montu's father's nature is to talk on the face.  That day, the friend saw Milton at a party and grabbed him.

 Montu's father: I taught you to be a gentleman, I taught you to earn a living, I got to know this city ... and you ...

 Milton: Yes!  You all know me!  Did you just say that?  Kundin or I will say again that this world is also known to you!

 Cold-blooded Montu's father: No, at least your father is doing this ...

 (2)
 According to the culture of different nations, men's relationship with unfamiliar women is as follows:

 Italian
 Day 1 - Sex

 Day 2 - Sex again

 France
 Day 1 - Hugs and kisses
 Day 2 - Sex
 Day 3 - Sex again

 London
 Day 1 - Eating and kissing at the restaurant

 Day 2 - Kiss and hug

 Day 3 - Kissing, hugging and hard drink-smoking




 Day 4 - Repeated sexual intercourse


 American
 Day 1 - Visiting and visiting

 Day 2 - Embrace

 Day 3 - Warm hug

 4th day - kiss

 Day 5 - Dark Kiss

 Day 6 - Sex

 Bengali
 Day 1 - Tea

 Day 2 - Fuchka and tea

 Day 3 - Offer to meet in private

 Day 4 - Agree

 Day 5 - Shopping

 Day 6 - Eat at the restaurant and shop again


 Day 7 - Eating at the restaurant again, with the girl's three hungry girlfriends

 Day 7 - Just a hug at the end of a failed attempt to kiss

 Day 9 - Tried to kiss again but failed

 Day 10 - Successful kiss

 Day 11 - Dark Kiss

 Day 12 - Failed to have sex

 Day 13 - Failed to have sex again

 Day 14 - Stop talking

 15th day - boy's grief

 Day 16 - Hugs and dark kisses

 Day 17 - Failed to have sex again

 Day 17 - Forced sex

 Day 19 - Rape case

 Day 20 - Prison ...


Husband wife funny jokes 2,, I will laugh and my stomach will ache😀😀

1.

Bolt: Dude, I think
 Divorce in my daughter-in-law
 You have to pay.

 Paltu: Why?  What happened?

 Bolt: What's up dude,
 The widow is just lying

 Paltu: What lies?

 Bolt: Hey no more,
 Back home last night
 I see my wife is not at home.
 He stayed up all night
 Did not return  The next day
 When he returned at noon
 I asked where ??
 Gone.  What did he say?
 You know what?

 Paltu: What did you say ??

 Bolt: Said that sister
 Went home.

 Paltu: So what's wrong with that?
 Said Ray ..

 Bolt: That's a lie,
 Tomorrow means her sister
 My sister-in-law is at home
 Was not.

 Paltu: How did you know?

 Bolt: Hey fool, mine
 Shali is all night tomorrow
 Was with me.

 Ray ate ..

 Hey,
 Someone in the bolt #Myrala !!!
2..

Bolt's funny jokes.
 Bolt is chatting on Facebook
 One
 With Meyer ...
 Girl: Oh, yours
 What does Dad do?
 Bolt: My father is in business
 By
 Girl: Oh ... yours
 Dad is very rich, isn't he?
 Bolt: Yes .. a bank too
 There is.
 Girl: Really!  You are mine
 Will fall in love with?
 Bolt: All right.
 2 months of dating after love
 After ...
 Girl: Yours
 Dad is a very rich man
 Don't you have a bike?
 Bolt: Hey, my dad
 Lots
 So long
 I said rich man.
 Girl: That means!  Yours
 What business does the father do?
 Bolt: Raw curry in the van
 Sold.
 Why this is one
 Business.
 Girl: Oh god!  Yours
 Dad
 Or have a bank?
 .
 .
 .
 .
 .
 .
 Bolt: Yes ... a clay
 Bank
 There it is !!
 Maya shockzz. ,,,,,,,,,,
 Bolt Rockzz ,,,,,,,,,,,,,,

Thursday, May 7, 2020

সবার সেরা ৩টি জোকস😀😀The Best of 3 jokes




😀😀সবার সেরা জোকস😁😁
১..

বল্টুর একটি মেয়েকে পছন্দ হয়েছে
,
তাই তাকে প্রপোজ করার জন্য রাস্তায়
একটি লাক্স সাবান নিয়ে দাঁড়িয়ে আছে...
(একটু পর মেয়েটি আসলো)...
বল্টু:-- এক্সকিউজ মি..
মেয়ে:- হুম বলেন।
বল্টু:-আমি আপনাকে ভালোবাসি আই লাভ
ইউ(সাবানটা সামনে বাড়িয়ে দিয়ে)
মেয়ে:- ভালোবাসেন ভালো কথা,, সাবান
কেন? ফুল কোথায়?
বল্টু:- তুমি কি ভেবেছ আমি তোমাকে একটু
ভালোবাসি??
না,, আমি তোমাকে অনেক অনেক
ভালোবাসি তাই তো তোমাকে হাজার ফুল
দিয়ে প্রপোজ করলাম।
মেয়ে :- কি এখানে তুমি হাজার ফুল পেলে
কোথায়??
বল্টু :- কেন তুমি জানো না লাক্স সাবানে
রয়েছে হাজার ফুলের সৌরব...
তাই তো তোমাকে লাক্স সাবান দিয়ে
প্রপোজ করলাম.।
মেয়ে বেহুশ😂😂😂
তারপর বল্টু পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরালো.মেয়েটি বল্টুকে তার বাসায় নিমন্তন দিলো.বল্টু গেলো নিমন্তন্য খেতে.
মেয়ে:ভিমবার দিয়ে সরবত বানিয়ে বল্টুকে দিলো.
বল্টু:কি বেপার ভিমবার দিয়ে সরবত দিলে কেন.
মেয়ে:কেন আপনি জানেন না ভিমবারে থাকে হাজার লেবুর সৌরভ.
বল্টু উল্টে বেহুস হয়ে গেল😂😂
👇👇👇👇
(এই মূহুর্তে যারা হাসতেছেন,,,লাইক &কমেন্ট না করে গেলে বুঝবো আমার গল্প পড়ে আপনিও বেহুস😂😂😂)
২..
বল্টু গেছে পরীক্ষা দিতে ।
প্রশ্ন:
নিউটনের সূত্রের বিবরণ দাও?
বল্টু
উওর
.
.
.
.
একদিন বিজ্ঞানী নিউটন
রাস্তা দিয়ে হাটছিলেন।
তার সামনে দিয়ে
একটি ছাগল যাচ্ছিল,
তিনি ছাগল*টিকে থামালেন।
ব্যস
আবিস্কার করে ফেললেন
তার প্রথম সূত্র।
কোন কিছু না
থামালে তো চলতে থাকবে।
এবার,
তিনি F বল দিয়ে
ছাগল*টিকে একটা
লাথি মারল ।
ছাগল
ম্যা (MA) ।
এ থেকে দ্বিতীয় সূত্র
F=MA
আবিস্কার হলো,
তিনি আর জোরে ছাগল কে
লাথি দিলেন। এবার
ছাগল তার শিং দিয়ে
গুতো দিলো। এ থেকে
তার 3 নম্বর সূএ
পেলেন। "প্রত্যেক ক্রিয়ারই
একটা বিপরীত মুখী
প্রতিক্রিয়া আছে।"
.
স্যার খাতার লেখা
দেখে বললেন___
কি Brilliant Student রে
বাবা.,.,.,


৩..
বল্টু ঘুমোচ্ছে।
এমন সময় যমরাজ এসে
বল্টুকে ডেকে তুলে বলল,
- নে উঠে পড় বল্টু।
তোর সময় এসে গেছে।
বল্টু হাউমাউ করে উঠলো।
- কিন্তু আমি তো এখনো...
- কিছু করার নেই রে,
লিস্টে সবার প্রথমে তোর নামই আছে।
বল্টু বলল,
- ঠিক আছে,
আপনি তাহলে একটু বসুন।
এত দূর থেকে এসেছেন যখন একটু চা করে খাওয়াই।
এই বলে বল্টু চায়ের মধ্যে
ঘুমের ওষুধ মিশিয়ে যমরাজকে খাইয়ে দিয়েছে।
যমরাজ তো ঘুমিয়ে কাদা।
এই সময়ে বল্টু লিস্ট নিয়ে
তার মধ্যে থেকে প্রথম থেকে নিজের নামটা কেটে লাস্টে নামটা বসিয়ে দিয়েছে কয়েক ঘণ্টা পর যমরাজ ঘুম থেকে উঠে বল্টুকে বলে।
- তুই আমাকে চা খাওয়ালি,
তোর বিছানায় শুতে দিলি, এতো খাতির করলি।
-
-
-
- ঠিক আছে,
আমি লিস্টের শেষ থেকে শুরু করছি।
#বল্টু_বেহুশ

Wednesday, May 6, 2020

Very Laughter Jokes😀😁Gril friend👰 Futures Mother in-law..

Basar opens his wife's veil at night
 I was shocked!
 Mim said meem and ran out of the room
 Gone!
 - How is that possible?
 Mim is getting younger day by day ??
 That was my girlfriend 18 years ago
 There was a mim!

 # After her marriage
 I made the decision
 I will not get married in life!
 Diameter!  To see and hear my father's business
 Get started!
 I have improved a lot in business
 In these 16 years!
 I did not want to get married!
 But my mother got sick
 And under the pressure of the father
 A kind of forced marriage
 Either me ,,,,,,

 # I didn't even go to see my wife!
 Dad has managed everything!
 But Mim even after these 16 years
 How did you hold this youth?
 Has he become smaller?
 How is this possible?

 # Dad heard my screams
 Haq added from the ground floor ,,,,
 "" The nature of childhood is still
 Didn't you go! ??  Go to that room!
 I'm so scared of Dad!
 So I quickly went to the room!

 I went to the room and saw
 My wife is crying a lot!
 I said what happened to you?
 Why start crying ??

 --Wife said, you are my mother
 How do you know the name ??

 Me: What do you mean?  I asked the question ??
 Wife: I mean my mother's name is Mi
m!
 And I look exactly like me
 I'm like a mother!

 Me: Ohhhh so I understand !!
 I said to myself,
 As a result of patience!
 Girlfriend if you have a little patience
 She is also a mother-in-law !!

 .
 Note: Forgive mistakes will look beautiful!
 And of course tell the story!

মানুষ হয়েও🖋মানুষ হতে পারিনি🖋🖋

স্যার একটা কথা বলবো?
-কি বল?
-আজ আমার সারে ১২টায় ছুটি দেবেন?
-কেন? কি করবি?
-বাড়ি গিয়ে ভাত খাবো, পেটে খুব ক্ষিধা লাগছে।
-কেন সকালে খেয়ে আসোনি?
-না।
-কেন?
-তরকারি নেই। আর লবণ দিয়ে ভাত খেতে পারি
না।
তাই খেতে পারিনি।
কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন
লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়ে ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-মা বললো ইস্কুল ছুটির পর গেলে কচু
রান্না করে রাখব। সেটি দিয়ে মজা করে ভাত
খাবো।
মায় খুব মজা করে কচু রান্না করতে পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিয়ে যাবে তোমার বাসায়?
যাবেন স্যার সত্য?
হ্যাঁ যাব। যাও বাড়ি গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে
তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।
তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে
না। অবশিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে। এমন অনেক
বাবা মা আছেন যারা ছেলেকে বিভিন্ন নামি দামি
স্কুলে
পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার!
সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা
মানুষ
গুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন??
তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো
নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে
গায়ে দিয়ে ঘুরে
বেড়াই। ঈদ আসলে,পুজো আসলে ব্যস্ত হয়ে
পড়ি শপিং নামক
টাকা উড়ানোর খেলায়। বিভিন্ন নামি দামি কোম্পানির
সব পোশাক
কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই
বাইরের পোশাক গুলোতে আমাকে কি
মানাচ্ছে?
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুটো
টাকা
দেন। তখন বলি-খুচরা নাই। মাফ কর।
গার্লফ্রেন্ডকে
নিয়ে চাইনিজ খেতে যায়। কত টাকা খরচ হয় হিসাব
রাখে না অথচ
গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়তি দেন।
তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। ঐ
গরীব লোক গুলোর অপরাধ কি?
অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে
গরীবের
ঘরে জন্ম দিয়েছেন। আর আপনাকে সোনার
চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে। আমি
ছেলে মেয়ে কাউকে উদ্দেশ্য করে এই
পোষ্টটা দেইনি। আমি আমাকেই এখানে কল্পনা
করছি।,,,,,,সবাই এগিয়ে চলো,,,,

Tuesday, May 5, 2020

Best funny jokes🖋Boltu👉Maneger

Boltu and his wife are checking out of the hotel overnight the next morning: -

 Manager: Hello sir, tell me what can I do for you?

 Boltu: Nothing, work is over here, we will go to another city this time.  Tell me how much is your bill?

 Manager: One minute sir.

 Yes, only 7500 rupees sir.

 Boltu: Seki, only 7500 rupees per night?  Isn't that too much?

 Manager: Yes sir, in fact it is a 5star hotel.

 Boltu: But how do you justify 7500?  It's too much.

 Manager: What do you say sir - gym, theater, swimming pool, golf course, casino and even spa we have, 7500 rupees is nothing.

 Boltu: But I didn't use any of these.

 Manager: That is irrelevant sir, you could have done it if you wanted. You had the whole night.

 Boltu: All right, I don't have much money, will you take a check?

 Manager: Of course.  Happily

 Boltu: (cuts a check for 1500 rupees) Take this.

 Manager: Sir sir, I mean you don't seem to have heard, I said 7500.

 Boltu: I know.  I have deducted 6000 rupees.

 Manager: Cut?  But why?

 Boltu: For the crime of making love with my wife.

 Manager: But I did not fall in love with your wife.

 Person: That's irrelevant, you could have done it if you wanted. You had the whole night.  Well, let's go.

 The manager is unconscious

Monday, May 4, 2020

😀😁Very funny jokes🖋🖋A English Man And Bangladeshi🎧🎧

Gopal's father went to England !!!
 .
 Gopal's father was drinking coffee in a cafe there !! Suddenly an Englishman came and said to Gopal's father .....
 .
 .
 .
 Englishman: Let's play a game !!!  The game is like this, I'll ask you some questions.  If you can't answer then you will give me 50 rupees !!  You will question me again !!  If I can't answer then I will give you 3000 rupees !!!
 .
 .
 .
 Gopal's father thought, let me show this shit a little what is Bangladeshi thing !!!
 .
 .
 .
 So Gopal's father agreed immediately !!!
 .
 .
 .
 The Englishman asked, how far is the moon from the earth ???
 .
 Gopal's father said nothing and took 50 rupees out of his pocket and handed it over to the English !!!
 .
 Englishman is very happy !!!
 .
 .
 .
 Then, Gopal's father asked the Englishman, is there any person who has 32 arms and 36 legs ???
 .
 .
 .
 The Englishman
began to think !!!  Not finding the answer, he took out the laptop and searched the internet !!  Even then he got nothing and massaged his friend !!  Still no work.  No one could answer.  Disappointed, the Englishman gave 3000 rupees to Gopal's father !!!
 .
 .
 .
 The English man was surprised and asked Gopal's father, what will be the answer to your question brother ???
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 Gopal's father (I) took 50 rupees out of his pocket and handed it to the Englishman and said, I don't know the answer to your question !!  Take this 50 rupees !!!
 .
 (Then the English man is unconscious) .....

 # Don't know Bengali

https://youtu.be/2hejrUyHKiA